Sunday, January 23, 2011

10 Tips For First-Time Travelers

Newbie Traveler, a young man making his first trip abroad. Now that the noob has successfully crossed borders without causing an international incident, he's compiled this list of 10 bits of advice he has for other people making their first trek abroad.

1. Get a passport: Kind of a gimme, right? But the Newbie Traveler polled his friends and found that 80% of them didn't have a valid passport. And really, the trip won't happen if you can't get on the plane.

2. Not all power adapters are created equal: If you're traveling to both the UK and mainland Europe, you'll find you need two — or a truly universal — power adapter to make sure you can plug in everywhere.

3. Make the necessary phone calls before your trip: Some phone calls you'll definitely want to make before departing, include your bank, cell phone, health insurance.

4. Meet a local: If you don't know someone in at your destination, sites like CouchSurfing.org can hook you up with people who would love to show you around their town. Says, the noob, "I did a quick search for people in the London area and over 1,000 results came back."

5. Don't be ashamed to use a map: Don't care about whether or not people think you're a tourist. Getting lost can be a lot worse than getting laughed at.

6. Never forget you're in another country: "Be open minded and ready for new experiences while showing respect for your host country," says the Newbie Traveler, who suggests the World Customs & Cultures app for iPhone users.

7. Fight jet lag: Don't waste your time sleeping during the day in your hotel room. Try to sleep on the flight and do your best to adjust ASAP to your new time zone.

8. Use public transportation: "If the locals can figure it out, you can too."

9. Be in the moment: "Don't keep your head buried in guidebooks," says the NT. "You're traveling to participate, for the opportunity to experience other cultures and ways of life. You want to look back on your journey and remember that you really existed there—if only just for a moment."

10. Oh, and bring comfortable shoes: Sometimes you'll have to sacrifice fashion for comfort, especially if you plan on hours of walking each day.

What other tips have you all learned from your travels?

Saturday, January 15, 2011


ইংরেজিতে এরকম একটা প্রবাদ আছে যে, কর্মপদ্ধতি পরিবর্তন করা আর কাজ করতে করতে কিছুটা বিশ্রাম নেওয়া, দুটোই সমান উপকারী। কিন্তু টেনিসের সাবেক এক নম্বর তারকা মারিয়া শারাপোভার ক্ষেত্রে এই কথাটা একেবারেই খাটছে না। গত কয়েক বছরে অনেকটা সময় কোর্টের বাইরে ‘বিশ্রাম’ নিয়েই কাটিয়েছেন তিনি। কিন্তু তারপর কোর্টে ফিরে সাফল্যের মুখ দেখতে পান নি। এখন নতুন আরেকটি মৌসুমের শুরুতে অবধারিতভাবেই প্রশ্ন উঠছে যে, এবার কী তাহলে শিরোপা জয়ের জন্য তিনি খেলার কৌশল পরিবর্তন করবেন? তাতে যদি সাফল্যের দেখা পান!
কিন্তু তাতেও রাজি হচ্ছেন না এই রাশিয়ান তারকা। কয়েকদিন পরই শুরু হতে যাওয়া মৌসুমের প্রথম গ্রান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণের প্রাক্কালে তিনি বেশ স্পষ্টভাবেই জানিয়েছেন যে, কোনভাবেই তিনি তাঁর খেলার ধরণ বদলাবেন না। আজ শনিবার মেলবোর্ন পার্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে মেয়েদের টেনিসের সবচেয়ে গ্ল্যামারাস এই তারকা বলেছেন, ‘আমি ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে ভিন্ন ভিন্নভাবে খেলতে পারব না। আমি আমার খেলার ধরণ পুরোপুরি পাল্টে ফেলতে পারব না। আমি আমার সবলতা, দুর্বলতা সম্পর্কে খুব ভালোমতোই জানি। আর আমার যে যে জায়গায় উন্নতি করা দরকার, সেগুলো নিয়ে আমি কাজ করার চেষ্টা করব।’
কাঁধের ইনজুরির কারণে ২০০৮ ও ২০০৯ সাল মিলিয়ে মোট নয়মাস টেনিস অঙ্গনের বাইরে ছিলেন শারাপোভা। কোর্টে ফেরার পর খুব অল্প সময়ের মধ্যেই উঠে এসেছিলেন র্যাঙ্কিংয়ের ১৬ নম্বরে। কিন্তু গত মৌসুমে চারটি গ্রান্ডস্লামের কোনটিতেই চতুর্থ রাউন্ডের বেশি যেতে পারেন নি তিনবারের গ্রান্ডস্লামজয়ী শারাপোভা। রয়টার্স।

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ওসিসহ নয় পুলিশ নিহত

নরসিংদীতে আজ শনিবার ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) নয়জন পুলিশের মৃত্যু হয়েছে। শিবপুর উপজেলার ঘাসিরজিয়া এলাকায় বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলাব থানার ওসিসহ কয়েকজন সদস্য আজ পুলিশের পিকআপ ভ্যানে করে নরসিংদী পুলিশ লাইনের দিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে মহাসড়কের ঘাসিরজিয়া এলাকায় পিকআপ ভ্যানটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বেলাব ওসি (তদন্ত) জিয়াউল খান, উপপরিদর্শক (এসআই) কনকন, কনস্টেবল রিয়াদ, কৃষ্ণকান্তি, বজলুর রহমান, রেজাউল করিম, মাসুদ পারভেজ ও নারায়ণ চন্দ্রের মৃত্যু হয়। নরসিংদীর জেলা হাসপাতালে নেওয়ার পর বেলাব থানার ওসি ফারুক আহমেদ মারা যান। এ ঘটনায় আহত প্রিয়তোষকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে একটি সভায় যোগ দিতে হতাহতরা নরসিংদী পুলিশ লাইনে যাচ্ছিল।